বেআইনি যমজ ইমারত ভেঙে
      আইনের হলো জয়;
কত শত-সহস্র  শ্রম দিবস
          নষ্ট হলো তায়।


শুধুই কি ওই শ্রম দিবস?
   হলো অর্থের অপচয়;
ভাবলো না কেউ এত অর্থ
      ধুলায় মিশে যায়।


যদি আইনের স্বীকৃতি দিয়ে
       সরকার দখল নিত;
রাম মন্দির বা ওই তাজমহল
        প্রাণ ফিরে পেতো।


ধ্বংস করা খুবই সহজ
     সৃষ্টি করা কঠিন;
অন্ধকার দিন আনতে পারো
    পারবেনা আনতে সুদিন।


যদি একটু ভাবি অন্য ভাবে
   এই জনগণের সরকার;
না ভাবলে জনগণের কথা
   তাঁদের কিসের দরকার?


আইন ভেঙে বেআইনি করলে
         শাস্তি  কেন নয়?
বিচারের নামে জনগণ ভোগে
          এটাই শুধু ভয়।


শুভবুদ্ধিসম্পন্ন  মানুষের কাছে
      এটাই রইল আরজি;
চুপ করে থাকবেন না আপনারা
      মেনে ওদের মর্জি।


উপড়ে ফেলুন সবাই মিলে
      ওই সকল অপরাধ;
সকল দেশ জাতি মুক্ত হউক
      এনে স্বচ্ছ প্রভাত।


১১ই  ভাদ্র, ১৪২৯,
ইং ২৮/০৮/২০২২,
রবিবার রাত ১০:৫২। ১৭৮৩, ২৯০৮২০২২।


আজকে ২:৩০ টায়  দিল্লির নয়ডায় ১০০ মিটার উঁচু ৪২ তলা টুইন টাওয়ার সুপ্রিম কোর্টের আদেশে ৯ সেকেন্ডে গুঁড়িয়ে দেওয়া হল।