জীবনের দ্যুতি ছড়ায় অনুভূতি
অনন্য সুন্দর কাব্যিক চেতনা;
লয়ে সুরতাল ভাবনার জাল
প্রকাশিত হয় জীবনের বেদনা।


প্রেমের জীবন ভাবি অনুক্ষন
কাঁদায়ে কাঁদিতে ভালো লাগে;
বিরহ ব্যথায় অনুরণিত হৃদয়
স্বপ্নের মাঝে ওঠে জেগে।


জীবন ধন প্রেমেই মহান
নাহলে মরুভূমি হয়ে যায়;
মৃত্যুসম ওই আলোহীন তমঃ
জীবনকে ঘিরিয়া ধরিতে চায়।


জন্মে প্রেম মৃত্যুতেও প্রেম
ছড়ায়ে প্রেম যে জগৎময়;
অচেতন ছেড়ে চেতনায় এলে
আর থাকেনা প্রেমের ভয়।


৩১ শে জ্যৈষ্ঠ, ১৩২৯,
ইং ১৫/০৬/২০২২
বুধবার বিকাল ৪:৩১। ১৭৩৫, ১০/০৭/২০২২।