মানুষের মঙ্গলে কৃচ্ছ সাধন
মানবতা, মনুষ্যত্বেহোক দৃঢ় বাঁধন।
মন্দির মসজিদ গির্জা উপলক্ষ্য মাত্র
প্রকৃতির এই শিক্ষালয় আমরা ছাত্র।


আদি অন্তে সেই সনাতন
দেখি জন্ম মৃত্যুর কত কীর্তন।
আর মত, পথ, নানান ভাবে
সব একই অভিষ্টে পৌঁছে যাবে।


সাধক সুফি ওই যে যারা
আপন মনে  সাধনায় তাঁরা।
পায় খুঁজে পায় সেই জনে
ওই খোঁজে যারে আপন মনে।


আমরা কাঁদি আমরা হাসি
সেই চিৎচেতনায় সবই বাসি।
আমরা নতুন তাই আসছে চেতন
উড়াই আমরা তাঁহার কেতন।


শান্তি খুঁজি হৃদয় মাঝে
কঠিন ধরার সকল কাজে।
বিবেকের দায় শুধুই এটা
ওই পুণ্যবানের পুণ্য যেটা।


৫ই শ্রাবণ,১৪৩০,
ইং ২২/০৭/২০২৩,
শনিবার সকাল ৮:৪৫। ২০৮২, ১৮/২২৩, ২৮/০৭/২০২৩।