যে কথা ভাবিনি শৈশব কৈশোরে
সে কথা যৌবনে ভেবেছি;
শখের যৌবন ছেড়ে বৃদ্ধতে এসে
নিজের কান নিজেই মলছি।


সময়ে করিনি ওই সময়ের কাজ
তাই মানুষের কাছে বলছি;
সেই ভুল তোমরা করোনা বন্ধু
আজ কপালে চাঁটি মারছি।


কে কতটুকু নেবে, কতটুকু পাবে?
হৃদয়ের রক্ত ঝরায়ে চলছি;
অভিজ্ঞতার মূল্য একটুখানি পেলে
পূর্ণ হবে খালি কলসি ।


জীবনের রণ সেই অভিষ্টের ধন
সবই সার্থক হয় শেষে;
কঠিন লড়াই ঐ জীবনের বড়াই
আসে আনন্দের বেশে।


৪ঠা  ফাল্গুন, ১৪৩০
ইং ১৭/০২/২০২৪,
শনিবার সন্ধ্যা ৫:৩০। ২২৮২,  ২০/১২, ১৮/০২/২০২৪।