অবাক পৃথিবী, অবাক করলে মোরে,
ব্যথা বেদনায় ভরা চারিধার,
আপন করিব কারে?
শুধু হাহাকার-
জীবনে সবার কেবলি ক্ষুদ্র স্বার্থের তরে;
অবাক পৃথিবী, অবাক করলে মোরে।


সৃষ্টি সে তো শুধু ভালবাসাবাসি,
পরাণের চাওয়া পাওয়া,
কোথা গেল সব?
আর-ওঠে না তো কলরব,
প্রেমের তরীতে গান গাওয়া।


সৃষ্টিছাড়া জগতের ধারা-
আঁধারে হারাবে পথ,
নির্দয় পশু থমকে দাঁড়াবে,
চলবেনা তার রথ,
মুক্ত বিহঙ্গ, পাখা ঝাপটাবে মুক্তির তরে;
অবাক পৃথিবী, অবাক করলে মোরে।


২৮শে চৈত্র, ১৪২৩,
ইং ১১/০৪/২০১৭,
মঙ্গলবার, রাত ১.৩০।