জীর্ণ নহে গৃহ তব,
         শীর্ণ নহে হাসি;
মহতী অন্তর তব,
     তাই প্রেম পিয়াসি।


যার কথা ভাব তুমি,
        পর সে তো নয়;
সে আছে, কাছে অন্তরে,
      আপন ভালবাসায়।


যে তরী চলতে শুরু,
      সেই জন্মক্ষণ হতে;
আজীবন সেই তরী,
       বেয়ে যেতে হবে।


চেতনার আলোতে কাব্য,
        শুধু কাব্য নয়;
অন্ধকারে আলোর দিশা,
      এই কাব্যই দেখায়।

২৬শে চৈত্র, ১৪২৩,
ইং ০৯/০৪/২০১৭
রবিবার, রাত ১১.৩