তরী বেয়ে চলি মোরা,
      সেই জন্মের পর থেকে;
প্রভাত আসে দুপুর যায়,
     সায়াহ্নে তরী বাঁধি ঘাটে


কতটুকু ছিল মোর-
          কতটুকু পাওয়া;
কতটুকু দিলে পরে-
         সেই গান গাওয়া।


যে গানের সুরধ্বনি,
    হাতধরে নিয়ে যাবে মোরে;
কোথা- কোনদিকে?
      মোর সেই অমৃতলোকে।


শূন্য তরী পরে রবে,
           ঘাটে বাঁধা ঐ;
মাঝিহীন তরীখানি আর-
           বাইবেনা কেউ।


২৫শে চৈত্র, ১৪২৩,
ইং ০৮/০৪/২০১৭,
শনিবার, সকাল ১০টা।