যে শিক্ষা- ব্যক্তি স্বার্থে, গোষ্টি স্বার্থে,
যুক্তিহীন ভাবাবেগে-
        মানুষকে বিপথগামী করে;
ভোজবাজির ভেলকি খেলায়,
ভনুমতির যাদুর মেলায়,
         মানুষ মাথায় টুপি পরে।


সম্মোহনী ঐ যাদুতে-
সৃষ্টিছাড়া ভাবনাহারা,
          মৌলিকতা উন্মোচিতে;
প্রমান ছাড়া ফন্দি-ফিকির-
তালগোলে তুলছে জিগির,
       ব্যক্তিস্বার্থের সেই ভাবনাতে।


আমরা যারা ভাবনাহারা-
বিদ্যালাভে ঘুরছি ধরা,
    সৃষ্টিধারার মর্মকথা বুঝবোনা কী?
স্রষ্টা তাঁহার সৃষ্টিক্ষনে-
ভালোর কথা ভাবছে মনে,
      তাইতো মোরা- জীবন পেয়েছি।


অক্ষরজ্ঞান ভাবনা চিন্তা-
অনবে বয়ে সেইদিনটা,
গল্পগাথা, কাব্যগ্রন্থের মানে তারা জানবে কী?
মৌলবাদী ভাবনাচিন্তা --
গুরুগৃহ, ঈদগাহের বেষ্টনীতে,
ছিন্ন করে সেই বেষ্টনী,
মুক্ত হবে এই ধরনী,
না হলে- আমাদের এই শিক্ষার মূল্য কী?


২৪শে চৈত্র, ১৪২৩,
ইং ৭/০৪/২০১৭,
শুক্রবার, ১০.৩০।