আমার ভাবনা, আমার কথা,
আমার লেখনীর ধারা,
সবই তো আমার।


কবিতা, গল্প চেতনার আলো,
অন্তসত্তার অন্তরতর,
ব্যক্তি ক্রীতদাস নয়;
যবে প্রকাশিছে ধরায়।


অন্ধকারে গভীর খাদে
যে ছিল নিজের ভাবনায়;
সৃষ্টির দৃষ্টিতে এসে-
আলোর প্রভা নিজেই ছড়ায়।


আজ যে তোমা্র‌, কাল সে সবার,
ব্যক্তিসত্তা থাকে না আর;
সমাজ সংসার আলোকিত করে,
তুলে নেয় নিজের দায়িত্বভার।


ভাবনার অন্তঃসত্ত্বা ভাবনাই আনে,
          এতো চিরন্তন ধারা;
যখন সৃষ্টি এসে সম্মুখে দাঁড়ায়,
     বিস্ময়ে- আবিষ্ট হই মোরা।