ঐ দিগন্ত জুড়ে ব্যপ্ত-
         নীল আকাশ;
যেন অনন্তে ধ্যানমগ্ন-
         চৈতন্যের প্রকাশ।


নীলাম্বরে সাদা মেঘ,
         ভাসিছে ভেলায়;
যেন হলধর বলরামের-
         লাঙ্গলের খেলায়।


অন্ধকার নীল আকাশে,
        গ্রহ, তারার খেলা;
হীরা, চুনী, পান্নার,
         অফুরান্তের মেলা।


অপরূপ রূপে ভাস্বর,
         পরে নীলাম্বরী;
দৃশ্যমান অন্ধকারে আজ,
   ধ্যানমগ্না সেই অশরীরী।