এই তো মোদের জন্মভূমি,
          এই তো জন্মস্থান;
মায়ের কোলে জন্ম নিয়ে,
        করেছি বক্ষসুধা পান।


জন্মদাত্রীর কোল ছেড়ে,
            হামাগুড়ি শিখি;
আরেক মায়ের বক্ষে মিশি,
          বিশ্ব জগৎ দেখি।


মায়ের বক্ষে পায়ের চিহ্ন,
          এঁকে দিলাম মোরা;
জগৎ সংসার হলো একাকার,
        এইতো প্রকৃতির খেলা।


মোদের দুঃখে মা কাঁদে,
         মায়ের দুঃখে মোরা;
শান্তি কোথাও নাইরে ভাই,
         মায়ের কোল ছাড়া।


মা শেখালো ভালবাসা,
          কপোল, ললাট চুমি;
জীবন শেষে নেবে কোলে,
        মোদের প্রিয় জন্মভূমি।


১৯শে চৈত্র, ১৪২৩,
ইং ০২/০৪/২০১৭,
রবিবার, সকাল৬.৩০।