আজ যে ক্ষতি তোমার হলো-
সে ক্ষতি যেন আর কারো না হয়।
যে ভয় তুমি পেলে-
সেই ভয় যেন আর কেউ না পায়।


তোমার প্রাণের ব্যথা যেন-
তোমার প্রাণের মাঝে লুকিয়ে না থাকে।
আলোক উজ্জল আলোতে যেন-
তার প্রকাশ পায়।


আমারা সতর্ক হবো-
ব্যথাকে আর পাব না ভয়।
ভয়ই তো আমাদের রেখেছে ধরে,
গভীর অন্ধগুহায়।


ধর্মের অন্ধত্ব, জ্ঞানের অন্ধত্ব,
অন্ধত্ব ছড়ায়ে চারিদিকে;
কে জ্বালাবে আলো? কে দেখাবে পথ?
কার আছে সেই হিম্মৎ?


জন্ম ভয়, মৃত্যু ভয়, ধর্ম ভয় আর,
ধরে রেখেছে মোদের, ভয়ের অন্ধকার।


আলো জ্বালো চিত্তবৃত্তে,
                      সব যাবে দূরে;
অন্ধ মোহ, মিথ্যা ভয়,
                      থাকবেনা ওরে।