নিত্যতা হউক অনিত্যের মাঝে,
          ধারা বইবে অনুক্ষণ;  
মন্থরতা যেন না আসে জীবনে,
           আনন্দে থাকুক মন।


দুঃখ, কষ্ট, জন্ম, মৃত্যু,
          জীবনের হোলি খেলা;
হাস্যলাস্যে ভরিয়া উঠুক,
          মোদের জীবন ভেলা।


কালের গতিতে ছুটিছে জীবন,
          দাঁড়াবার সময় নাই
ঋতুরাজ বলে, খেলিবার ছলে,
          ছুটিতে হবে যে তাই।


১৬ই চৈত্র, ১৪২৩,
ইং ৩০/০৩/২০১৭,
বৃহস্পতিবার, রাত ১টা।