জীব্ন মরণের মহাসমুদ্রে,  
           এবার উঠিছে  ঢেউ;  
দোদুল্যমান মোর তরীখান,
              টানিবে কাছে কি কেউ?


মনে জাগে ভয়, কম্পিত হৃদয়,
                 আশা নিরাশায় ভরা;
আকুলতা মোর নাই কোন জোর,
                কার কাছে দেব ধরা।


কে আছে আমার? ফাঁকা চারিধার,
                  পাল ছিড়ে বুঝি যায়;
কে ধরিবে হাল? কেটেগেছে তাল,
                কে আসিবে মোর নায়।