মন্দ্রে মন্দ্রে মননে মন্দ্রিত,
          সৃষ্টির নব রূপ;
মন্ত্রে মন্ত্রে মন্ত্রিত নয়,
          স্রষ্টার পূজার ধূপ।


মন্থনে মন্থনে মন্থীত যেন,
          জীবন সাগরের জল;
পাণীয়র লাগি শ্রান্ত পান্থের,
          ধরায় নামিছে ঢল।


ক্ষণকালের খনিতে খনিত,
            ক্ষণজন্মার দল;
ক্ষণদ্যুতি ছড়ায়ে গেল,
           আলোয় ঝলমল।


এই তো ধরণীর সেই সরণী,
           পরশে শ্রেয়সী তারা;
স্মৃতির পাতায় স্মৃতি হয়ে রয়,
            স্বর্ন কমল যাঁরা।


১৪ই চৈত্র, ১৪২৩,
ইং ২৮/০৩/২০১৭,
মঙ্গলবার, বেলা ৫টা।