কালের গতিতে জ্ঞাতি-
           চলে গেছে দূরে;
তাই আজ মনে করি-
          ঘুরে বারে বারে।


যারা ছিল একদিন-
        একই মায়ের কোলে;
একই থালায় ভাত খেত,
        একই মাছের ঝোলে।


আজ তারা ছিন্নভিন্ন,
        থাকে দেশ দেশান্তরে;
নিজেরে লয়েই ব্যস্ত
         জ্ঞাতি সুপ্ত অন্তরে।


সমাজ আর স্বার্থের তরে,
       ইচ্ছা কিংবা অনিচ্ছায়;
ভাল, মন্দ দুইয়ে মিলে,
        থাকে নিজ ভাবনায়।


আজ আমরা-
কেউ হিন্দু, কেউ মুসলিম,
         কেউ বৌদ্ধ, খৃস্টান;
মোরাই তো সৃষ্টি করেছি,
        এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান।


এনেছি এই হিংসা দ্বেষ,
         মোরা বয়ে নিজ হাতে;
ভাইয়ের রক্তে স্নাত ভাই,
          তাই আনন্দেতে মাতে।


তাই আজ আদি ডাকে,
          ওরে-আয় ফিরে আয়;
করিস না আর হানাহানি,
      জেগে ওঠ মানুষের ভাবনায়।