মোহন বাঁশি যখন বাজে-
             সবার হৃদয় দোলে;
ফাগুন এলে প্রাণের মাঝে,
             হোলির খেলা চলে।


মনকে মোরা খুঁজে বেড়াই,
                  পথে ঘাটে মাঠে;
খুঁজিনাই তো বঁধু ওগো,
                      হৃদ মাঝারের হাটে।


সিঁদূর রঙে রাঙিয়ে দিয়ে,
আনন্দে ভরুক হিয়ে,
       এই তো সেই জীবন তরির খেলা;
বন্ধু আমার সুখে থাকুক,
আনন্দে পরান মাতুক,
   জীবন সাগরে ভাসুক সুখের ভেলা।


১৩ই চৈত্র, ১৪২৩,
ইং ২৭/০৩/২০১৭,
সোমবার, রাত ১২.৩০।