অযৌক্তিক অনুসন্ধান-
                   কেন এই জিজ্ঞাসা?
সন্দেহের অবকাশ তাই;
উল্লেখিত উত্তর উদাহরণ,
                     কিসের সংকেত?
নাম না জানা নামাবলি,
                       নাম গোত্রহীন;
                    উদ্দেশ্য মহৎ নয়,
এই শিক্ষাদীক্ষা, জ্ঞানগম্যির,
                        পাই বড় ভয়।


অধ্যয়ন, অনধ্যয়ন, অশিক্ষা, কুশিক্ষা,
                      শিক্ষন আজ যেন-
এই কি-
নীতিহীন রাজনীতির একমাত্র দীক্ষা?


আমরা বিস্মৃত সবাই আজ-
                      অতীত বিবরণ;
স্মৃতির পাতায় তাই-
                     করি যে স্মরণ।


জানার তাৎপর্য, ব্যঞ্জনা,
                    ছড়াক সমাজে;
মঙ্গলের শঙ্খ ধ্বনি যেন-
                   ধরণিতে বাজে।


১০ই চৈত্র, ১৪২৩,
ইং ২৪/০৩/২০১৭,
শুক্রবার, দুপুর ১২টা।