জন্মের পরে আপন করে,
               জীবনের চলা শুরু;
শৈশব্ কৈশোর যৌবনে প্রাণ,
               করে শুধু দুরু দুরু।


জীবনের  খেলায়,বাঁশী যে-বাজায়,
                  দেখি নাই আমি তাঁরে;
জানি নাই আমি, বুঝি নাই আমি,
                   পাই নাই আপন করে।  


কোথায় যাবো? কোথা পাবো?
               আমি জিজ্ঞাসিব কারে?
কে দেবে?- সেই উত্তর মোর,
              এই জীবনের খেলা ঘরে।


৫ই চৈত্র, ১৪২৩,
ইং ১৯/০৩/২০১৭,
রবিবার, রাত ৯টা।