আজ তোমারে যে কাঁদালো,
কাল সে তোমায় বাসবে ভালো।
          অন্ধকারে দিনের আলো
          নামবে এ কঠিন ধরায়।


দুঃখের রাত কেটে যাবে,
             আনন্দে প্রভাত হবে;
বিরহি মনের বিরহ ব্যথা,
           ভালবাসায় ভুলে যাবে।
        
পুরাতন আবার নতুন রূপে,
         প্রানের মাঝে উঠবে জেগে;
পরাণ মাঝে উঠবে জোয়ার
         কালবোশেখী ঝড়ের বেগে।


হলুদ তোমার সবুজ হবে,
            নব বসন্তের ছোয়ায়।
কঠিন তোমার সহজ হবে,
            আপন চিত্ত চেতনায়।


১লা চৈত্র, ১৪২৩,
ইং ১৫/০৩/২০১৭,
বুধবার, ভোর ৬টা।