এ ভালবাসা শাশ্বত,  চিরন্তন,
                 হৃদয়ের গভীরে যার বাস;
কে বাধিবে তারে কোন তারে?
                       কে ধরিবে তার রাশ?


এতো জীবন তরীর খেলা,
  যদি মাতাল হাওয়ায় পাল ছিড়ে যায়,
তবে শক্ত হাতে হাল ধরে নেয়,
                 এতো ভালবাসার মেলা।


মনের টানে প্রানের কথা,
                       বলতে ভাল লাগে;
পরাণ মাঝে বাজে বাশিঁ
                         বসন্তেরই রাগে।


ভালবাসার কাব্যধারা,
                     পরাণ মাঝে থাকে;
চলার পথে দেখতে পাবে,
                       প্রতি বাঁকে বাঁকে।


যোগ বিয়োগের শূন্য ফলে,
                        জীবন ভাসমান;
যোগের অর্থই বিয়োগ বন্ধু,
                 তাই পরাণ কম্পমান।