এ কোন বিস্মৃতি ?
স্মৃতির খাতা খুলে দেখি,
      গভীর অন্ধকারে ঢাকা;
সব কিছুই কি উড়িয়ে নিল?
        সময় কালের চাকা।


খুঁজতে গিয়ে পাইনা কিছু,
        খুঁজব আমি কোথা?
কলির সাথে কাল মিলেছে,
     তাই শুধুই সাদা পাতা।


দাদাই ছিল আমার কাছে,
     এখন বড় হয়ে গেছে;
অতীত স্মৃতি মিলবেনা আর,
      এই বর্তমানের সাথে।


আমার কাছে দাদাই যেমন,
      দাদাইর কাছে আমি;
এই বিস্মৃতিতে সব হারাবে,
           হৃদয় ব্যথা চুমি।


২৭শে ফাল্গুন, ১৪২৩,
ইং ১০/০৩/২০১৭,
শুক্রবার, ভোর ৬টা।