পথে পথে ঘুরে, পথ যায় দূরে ,
                      মনের তৃষা দেয় বাড়ায়ে ;
     অতৃপ্ত বাসনা, শুধুই যাতনা ,
                        চেতনায় আগুন ধরায়ে ।


     বসি বাতায়নে, চাহিয়া গগনে ,
                             আপন হৃদয় জাগায়ে ;
    যদি ভাবিতে পারো, অনন্য আরও ,
                               জন্ম মৃত্যু নাড়ায়ে ।


     নিকট হইবে দুর,শুনিবে অশ্রুত সুর ,
                          অসীমে আপন ভাসায়ে ;
     না , গো ! না ! আর যেও না ,
                             অজানা পথে হারায়ে ।


     তব ভাবনা এবে, স্মৃতি হয়ে রবে ,
                               জগৎ সভায় দাড়ায়ে ;
     মানুষের মত, আর তব পথ ,
                  যাবেনা- অজানা পথে হারায়ে ।