কবিতা শাশ্বত সত্যের বাঁধনে বাধা,
          কবিতা প্রানের কথা;
অন্তরের অন্তরতম নৈসর্গিক সম্পদ,
         চেতনার একান্ত ব্যথা।


গল্পের সত্য অল্প-
         মুখে মুখে চলে জল্পনা;
মানুষের তৈয়ারী ফানুশ,
        মরীচিকার মত কল্পনা।


গল্পের গরু গাছে ওঠে,
        অন্ধকারে আশ্রয় যাচে;
কবিতা-আলোয় ঘেরা, প্রাণে ভরা,
        আনন্দেতে হৃদয় নাচে।


২৯শে ফাল্গুন, ১৪২৩,
ইং ১২/০৩/২০১৭
রবিবার, সকাল ৯টা।