ধরণির বুকে শিশুসম মোরা সবে,
       খেলিতে খেলিতে বেলা যায়;
যে সময় জীবনে একবার হারায়,
      পাবেনা তারে আর এ ধরায়।


সময় থাকিতে তাই কর কাজ,
ছোটোবড়ো, ভেদাভেদ নাই লাজ।
বসে বসে বৃথা কাল করিওনা ক্ষয়;
মানুষের কাজ কর, থাকিতে সময়।