এক ভিখারি প্রকাশককে চিনি
আমি বহুকাল ধরে।
দেখা হলেই হাত বাড়িয়ে বলতো
কিছু টাকা দেন,
ঘরে আমার চাল বাড়ন্ত,
দুইদিনের বুভুক্ষিত।
সেই ত্রিশ-বত্রিশ বছর আগে
তার হাতে নির্দ্বিধায় কত টাকা
তুলে দিয়েছি তার কোন ইয়ত্তা নেই।
অথচ কাল বইমেলায় দেখা হতেই
তার আচরণ দেখে বড়ই পীড়িত হলাম
আরেকবার, ঔদ্ধত্য, অজ্ঞতা আর
ভিক্ষাগিরি এখনও চিবিয়ে খায়
তার অসহিষ্ণু হৃদয়।