পুরনো মার্কেটের কোণে
সিঁড়ি বেয়ে উঠতেই চোখে পড়ে যে দোকান,
সন্ধ্যা নামলেই আড্ডায় মেতে উঠে
কিছু দামাল।
দালাল, বললেও ভুল হবে না তাদের।
তবে হাতে গোনা কেউ কেউ
আসে অন্য উদ্দেশ্যে।
আমি ঐ কেউ কেউদের
একজন হতে চেয়েছিলাম।
যারা জীবনকে উপলব্ধি করে
অন্য দৃষ্টিকোণ থেকে।
চলন্ত বাসের জানালায়
মিশে যাওয়া ভ্যানিশিং
পয়েন্টের ভিতর।
কিন্তু সেই দৃষ্টিকোণ
একদল বয়োজ্যেষ্ঠ মূর্খদের আড্ডায়
সদাই আহত হৃদয়ে ফিরে আসে।
একবার নয়, দুইবার নয়, বারবার।
এখন আমি তাদের দৃষ্টির
গন্তব্যকে স্থির করতে পেরেছি,
অর্থ, ক্ষমতা আর তেলসমাতি।
তাই মুখ ফিরিয়ে নিয়েছি
সেই সিঁড়ির মায়া থেকে।
এখন নিজের ভুবনেই বসবাস আমার,
আড্ডায় মেতে খুনসুটি করি
হাজারো মৃত আত্মার সাথে।
তারপর শ্বাসে শ্বাসে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি
স্বরাজ হয়ে।