সীমান্তের বাইরে যতো চোখ রাখি
ততো মিশে পরি দুঃখহীনতার স্রোতে।
অথচ চেনা বৃত্তের ভিতরে কতো দুঃখ,
আগবারিয়ে বন্ধুদের ভালোবাসা খুঁজতে গিয়ে
কতোই না বেদনা কিনেছি চড়া সুদে;
এখন বেদনার ফ্রিজ থেকে চুইয়ে চুইয়ে পড়ে
হরেক রকমের পরাবাস্তব সুখদুঃখ;  
তাই আর না এঁকেও পারি না
দৃশ্য থেকে দৃশ্যছায়ায় অদৃশ্য হচ্ছে শত দুঃখ।