নিদারুণ বৃষ্টির পরে নিদারুণ ঘুম, নিদারুন সুখ!
অতঃপর নিদারুণ যন্ত্রণা! অবসন্ন পথিকের
মিহি নরম জিন্স-প্যান্টের ব্যাক পকেটে আজ শুধু উদ্দেশ্যদের সাম্রাজ্য-
উদ্দেশ্যজাত ব্যাকটেরিয়াদের আনাগোনায় বিলুপ্ত হয়েছে টাকাকড়ির হিসেব-নিকেশ; উদ্ভট বাস্তবতা যেনো গৃহের কোনে পড়ে থাকা জাপানি টুইন-ওয়ান!
আর উদ্দেশ্য, তার যে সীমানা কোথায়, কেউ জানে না!
আর সে উদ্দেশ্য যদি হয় আলোকপ্রাপ্তির!
তাহলে তো কিস্তিমাত, সকল উদ্দেশ্যর একবিন্দুতে ফিরে আসা,
অথবা বিপরীতার্থে সকল উদ্দেশ্যের পার্থিব সিমেট্রি, মানে পরিসমাপ্তি!
এই উদ্দেশ্যহীনতার উদ্দেশ্যই আসলে আলোকপ্রাপ্তিতা!
উদ্দেশ্যহীন মহাবিশ্বের মতন!-
যদি ধরে নাও, এই জগতের পূর্বে অথবা পরে কোনো উদ্দেশ্য ছিলোনা!
নিদারুণ সৃষ্টি!!


৯ই জুলাই, ২০১৫