বসে আছি কেবল অনুঘটন দেখবো বলে।
শরীরের ভিতরকার অন্তর আত্মাকেও
একদিন ছাপিয়ে যাবো বলে।
না, কাউকে বলতে যেও না, সে কথা।
শুনলে তাদের ঘৃণার ঘা জন্মাবে,
পুঁছ ঝরবে ওদের মনের
রুটির টুকরো থেকে।
এই আমিতো কেবল মঙ্গলের জন্যই জন্মেছিলাম;
তাই মঙ্গল দিয়েই শেষ দৃশ্যের ইতি হোক।
না তোমাকে আহত করছিনা,
হে আমার অপ্রিয় বন্ধু।
বরং তোমাকেও আহবান জানাবো
সেই দুর্ধর্ষ দিনে।
এবং নাড়িয়ে দেখাব প্রথম সূর্যটাকে।