মানুষের আত্মীয়তাও চিরস্থায়ী নয়।
ধীরে ধীরে ঐ আত্মীয়রাই হয়ে ওঠে
আমাদের আজন্ম গোপন শত্রু রূপে।
বিষয় সম্পত্তির চৌহদ্দি পেরিয়েও
এদের কাছ থেকে মুক্তি মেলা বড়ই দুষ্কর।
কারণ এদের নীরবতাও হিংসা ছড়ায়।
যার অর্থ, আমাদের অধিকাংশ মানুষগুলোই
আসলে মানুষরূপী বিবেক বিহীন হাঙর,
যাদের অভিধানে ক্ষমা, দয়া, মৈত্রী
ইত্যাদি শব্দগুচ্ছ চিরকালের জন্যেই নিষিদ্ধ।