একবিংশ শতাব্দী আমাদের হতাশ করে
ফিরে দেখি যখন বিংশের শৈশবে,
কতো আশাজাগানিয়া ছিল সেই সব দিনগুলি
অক্টোবর বিপ্লব, সুকান্তের সাহসী কবিতা।
আজ দেখি, কেউ আর বলে না সেই সব কথা
এখন দেখি সবাই শুধু স্রস্টাকে খোঁজে, বৈশ্বিক ইঁদুর দৌড়ে,
প্রেসিডেন্ট ট্রাম্পকেও দেখি সৌদি বাদশাহের কাছে নতজানু হতে
তাহলে প্রশ্ন জাগে এখনও টিকে থাকা মুক্তচিন্তার আধার-
ফ্রান্স, ইতালি অথবা জার্মানি তারাও কি ডুবে যাবে অন্ধকারে
আরব্য-রজনীর কুৎসিত-কামুক শয়তানির স্রোতে!!
তাহলে শয়তান কারা? শয়তানের স্রস্টা কারা?
বলো আইনস্টাইন, আইজেনস্টাইনের নির্বাক দৃশ্য হয়ে
ছড়িয়ে দাও বিস্তীর্ণ আকাশে এই মিথ্যের বাতুলতা!!


২৬শে মে, ২০১৭