শিল্পীর মহত্ত্ব সেখানে
শত বাধার মাঝে সে
জেগে উঠতে জানে।
পাগলাগারদের জানালায়
বসে বসে অবলকন করে
পৃথিবীকে পবিত্র হৃদয়ে।
শুধু "সেজান" কেন
পুরো প্যারিস বাসিই
পাগল বলে সম্বোধন
করেছে "ভিন্সেন্টকে"।
কিন্তু তাদের একবিন্দু ক্ষোভও
কখন স্পর্শ করেনি তাকে।
বরং দুঃখকে বরণ করে
কাজের নেশায় বুদ হয়ে
সৃষ্টি করলেন যতোসব কালজয়ী চিত্র।
আর মৃত্যুর আগে বলে গেলেন,
দুঃখ বেঁচে থাকবে আজীবন।