নীল নদী বয়ে চলে
আমরা হারিয়ে বসি সময়ের উৎসকে;
বিচ্ছিন্নতা হয়তো বা চিরকালের
এমনকি প্যারালাল অমরত্ব অর্জনের পরেও।
এদিকে গ্রহের আলো আরও নীলাভ হয়ে ওঠে
দুঃখের ঘনত্বে একসময় সুখও উঁকি মারে।