বাতাসে টাকার গন্ধ
দক্ষিণের বারান্দা, হা-করলেই
টাকা উড়ে যায় এলন-মাস্কের পকেটে।
আবার ঝরো বাতাসে
দরজার আঘাতে কিছু লাভ ঢুকে যায়
বিল- গেটসের ফেইডেড জিন্সের ভিতর।
এভাবে হোমো-সেপিয়েন্সদের জীবনটা
দাঁড়িয়ে গেছে নির্ঝঞ্জাট একটা কোলাহলে,
যে কোলাহলের নাম "টাকা"।
ইচ্ছে করে মাথার টাকে
পেনড্রাইভ ঢুকিয়ে ইচ্ছে মতো
প্রেরণ করি যতো শত ডলারের নোট।
তারপর তাদের এলিয়ন-ডিস্কের ভিতর
পাঠিয়ে দেব আলোর গতিতে মঙ্গলে।
সেখানে বিলিয়নার-গন ট্রিলিনিয়ার হোক
আমাদের কোন দুঃখ থাকবে না।
আমাদের শুধু একটাই চাওয়া
টাকাবিহীন, ঢাকনাবিহিন, এক দিগম্বর পৃথিবীর।