এই বুবু,সোনা বুবু
কোথা গেলি চলে?
মিস করে মরে যাই
বুক যায় জ্বলে।


অগাবগা কে কি ক'লো
শুনে গেলি তাতিতে;
ব্লগ পাট চুকে দিলি
ত্বরা রাতারাতিয়ে।


এটুকুনি নয় শেষ
যদি কেহ জানতো;
ফেবুয় ব্লকটি করে
শেষে হলি ক্ষান্ত।


ফোনেও যায়না কল
হয়তোবা কলও ব্লকড্‌;
হলেও তা নয়া কিবা
মোটেও হবোনা শকড্‌।


পদ্যেই কোমলতা
দরো তোর কবিপ্রাণ;
কার সাজা কারে দিস
এ কেমন অভিমান!!!


জানিসইতো হাল মোর
ফিরি দেশে সদ্য;
নিজেরেই গুটিয়েছি
বিজনে আবদ্ধ।


এই বেশ আছি বুবু
আধো প্রাণে লড়ছি;
কতদিন দেখিনারে
মিস করে মরছি।


এভাবে যায়না টেকা
হয়তোবা ক'টা দিন;
স্বপ্নরা মরে গেছে
বুকে সদা চিনচিন।


স্বেচ্ছায় দুরে থেকে
একা দিন গুনছি;
যতই গড়ায় বেলা
ডাক গাঢ় শুনছি।


দুরে থাকি যথা থাকি
শূণ্য বা নির্জনে;
ভালোবাসি বুবু মোর
আছো বুকে প্রতি'খনে।


যমে দেহে টানাটানি
প্রাণে রুচি রয়না;
লিখা কি মুখের কথা
ব্রেনে চাপ সয়না।


রমজানে ঈবাদাতে
ফিরে কোথা চাইনি;
এভাবেই ক'টাদিন
ব্লগে যাওয়া হয়নি।


ঈদ শেষে গিয়ে দেখি
ব্লগ পুরো তোলপাড়;
সকলেই জানে অতে
দোষ কার?ভুল কার?


থাকতুম যদি তথা
আর কেউ লাগতো?
একা মোর বিষবাণে
শকুনেরা ভাগতো।


এও বুঝি ক'তে হবে
জানিসনে বুঝি তুই?
পাইকারি সকলেরে
ধমকাই বুবু কই?


বুবু নাই,বুবু নাই
হৃদে মোর ধ্বকধ্বক;
কে জানতো সে বুবুই
করে মোরে সুখে ব্লক!!!


ঠিকাছে ঠিকাছে যা যা
লাগবোনা কেউ মোর;
কেউ কারো নয় হেথা
নেই কারো তরে জোর।


থেকে যদি পারিসরে
একা মোরে ছাড়ি;
তুই যদি পারিস তা
আমিও তা পারি।


খুব ত্বরা তোর মত
ছাড়বো আমিও এক;
বুঝবি সেদিন তুই
কাঁদাবো কাঁদাবো দেখ।