হাওয়ার খেলায় উঠল মেতে, বৃক্ষের শ্যামলা তারা
শুনতে পাও কি তাদের কথা, দিচ্ছে ছায়া যারা?
অনেক কাল হল পার, তাও দাঁড়িয়ে অটুট
নামহীন কত স্বপ্ন মাখিয়ে দিয়েছে যারা ছুট -
আসেনি তারা আর ফিরে,
থেকে গেছে গল্প গুলো কোটরের গভীরে।


পক্ষী যেথায় বাঁধে বাসা, সেথায় তাদের সুখ
মেতে ওঠে তারা সকাল - সন্ধে, ভরায় মোদের বুক -
হৃদয় ডাকে মোদের সম, নিশ্বাস নেয় তারা
প্রাণহীন পাষাণের দল বসায় নিদারুণ কোপ -
কেঁপে ওঠে সর্বাঙ্গ, বিষায় তাদের বুক।


মায়ের সম সহ্য করে, শিশুর বাঁধন-হারা খেলা,
নির্বোধ মূর্খের দল, করে যায় অবহেলা।।