দুষ্টু প্রলাপ-১
মনে আমার আবির রঙে-রাঙিয়ে দেয় কেউ
দু:খগুলো যায় গো উড়ে-মনে সুখের ঢেউ
ইচ্ছে লাগছে আবির নামে-নামটি রাখি তার
থাকলে আবির পাশে আমার-মন খারাপ নয় আর।
যদি আমি আবির বলে-ডেকে তারে কই
আবির তুমি সখা হবে -আমি তোমার সই?


দুষ্টু প্রলাপ-২
দূরে থেকেই ছুঁয়ে দিলে-আবেগী এই অন্তর
কি জানি কি যাদু দিয়ে-ফুঁকলে যে ছুঁ মন্তর।
মনটা আমার উড়ো উড়ো-ছুটে যেতে চায় গো
উঠতে ইচ্ছে ভরা জোসনায়-তোমার প্রেমের নায়গো।
কোথায় তুমি আছো চুপে-মন বাড়িয়ে ডাকি
তুমি হবে প্রজাপতি-নাকি সুরের পাখি?


দুষ্টু প্রলাপ-৩
কেমন কেমন লাগে তোমার-দুর্বল হলে প্রেমে
আহা সময় থাকত যদি-এই জায়গাতেই থেমে।
ভাবছ তুমি কি হবে হায়-ভালবাসার দশা
এই যে শুনো শেষ করোতো-ভাবনার অংক কষা।
যা হবে তা যাবে দেখা-প্রেমে কি ডরে বীর
চক্ষু মোদে দেখো মনে- স্বপ্ন'রা বাড়ায় ভিড়!


দুষ্টু প্রলাপ-৪
যাও না বাপু দূরে একটু-ঘেঁষে আছো গা যে
ছোঁয়া লাগলে শিহরণে-কাঁপন বুকের মাঝে
ভাল লাগার প্রহরগুলো-থেমে সে কি থাকে!
কষ্ট সকল একটু পরেই-ঢুকে যাবে ফাঁকে!
দূরেই থাকো স্বপ্ন আঁকো- পাবো পাবো আশায়
তোমায় নিয়ে স্বপ্ন হাজার -সুখ সাগরে ভাসায়!


দুষ্টু প্রলাপ-৫
ঘুমে তুমি জেগে আমি-দুষ্টু কাব্য রচি
ডাকছি শুনো বুঝো নাকো-আহা খোকা কচি!
আরে শুনো ভাবছো কি যে- মশারি নাও হাতে
মশা কামড়ায় জ্বালা দেহে-ছন্দ হারায় তাতে
আবোল তাবোল ভাবছ বুঝি?-লজ্জাতে যাই মরি!
যাও না বাপু ঘুমাও এবার- ভাসাই কাব্যের তরী।