সিএইচসিপি মানে---
                            নব উদ্যমে এগিয়ে চলা
এক ঝাঁক তরুণ তরুণী।

সিএইচসিপি মানে---
                            বাঁধার দেয়াল ভেংগে
নতুন করে বাঁচতে শেখা।

সিএইচসিপি মানে---
                             হৃদয়ে ৫২ চেতনায় ৭১
আগামীর বীর সৈনিক।

সিএইচসিপি মানে---
                            অন্যায়ের তীব্র প্রতিবাদ
স্বাস্থ্য সেবার অহংকার।

সিএইচসিপি মানে---
                            বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন
শেখ হাসিনার বাস্তবায়ন।

সিএইচসিপি মানে---
                            কমিউনিটি ক্লিনিকের প্রাণ
অসহায় মানুষের ভরসা।

সিএইচসিপি মানে---
                            সেবার বারতা হাতে
বাংলার আলোক বর্তিকা।

সিএইচসিপি মানে---
                            রাজস্বকরণের দাবীতে
রাজপথে কঠোর আন্দোলন।

সিএইচসিপি মানে---
                            হার না মানা মুজিব সেনা
নতুন প্রজন্মের প্রেরণা।