তোমার জন্য অপেক্ষা
তোমার জন্য, অপেক্ষা!
ভিষণ ক্ষেপেছে আজ; অভিমানের ঘোমটা আঁটা
যেন শিশির ঘন কুয়াশা।
সূর্যের আলো দেখার জো নাই
তার সাথে মেঘের বিদ্রুপ যেন; সদা চঞ্চল বেধরা সময় বলয়
তুমি তো এখনো বেঁচে আছো কবিতার বলয়ে।
কবিতা বলয়;
সময় বলয় ধরে টিকে রয়
কোন কিছু না ভেবে; শুধু তুমি আসবে বলে
সে কি অপেক্ষা?
পৌষ পার্বণ গেল উত্তরে ভেসে
গাছের ঝরা পাতায় মৌনতা ভাসে
এক এক করে আমলকি বন
মৌনতার শুন্য বলয়ে ভাসে
শুধু তমি আসবে বলে
সে কি বিদির্ণ পথ চাওয়া?
শীর্ণকায় দূর্বা ঘাস শিশির জলে ডুবে
মৌনতা বিছানো লজ্জাবতি
শুদ্ধ স্নানে মজে; তুমি আসবে বলে
সে কি বাসনা তোমাকে পাওয়ার?
বারং বার বেলা ডুবে যায়
অপেক্ষার পালা দিগন্তের সুতায়
বর্ধিত নেশায় পেয়ে বসে;
এ পথ যে ফুরাবার অপেক্ষায় বসে রয়।
১৪২৪/৯ মাঘ/শীতকাল।