______ভালোবাসার মিশেল কিছু
ভালোবাসার মিশেল কিছু
পাঁচফোঁড়নের ধরন মসলার গুনাগুন; তাতেই থাকে নানান চমক
যেন স্বপ্নের ফুল ঝুরি।
কেউ বা কাঁদে আকাশ চেয়ে চেয়ে
কেউ বা ধুলায় নিত্য গরাগরি; সে না কি মস্ত পাগল?
কাল সিন্ধুর যৌবন গেল ভাটি।
যৌবন গেল খরায় খরায়
কেউ বা বাসি চিঠি লিখে লিখে; পিছন ফিরে যেই তাকিয়ে
আঁধার দ্যাখে স্বপ্নঘোরে।
এমনি তবে ভালোবাসার খরায় পোড়া
রুপ পিয়াসী যৌবন বলে; কোথায় গেল সপ্ত তারা?
বিরহে পোড়া ভালোবাসার মিশেল খানিক।
__________চোখের পরে চোখের মায়া
সেই তো তবে, বহুদূর গেনু। তুই তো গেলি কোন সে গাও? যুগ পেরুলো। তুবও মন মুছে না তায়। তুই ছিলি পদ্ম দিঘী। জোছনার রোসনাই। তাইতো তুই হারিয়ে গেলি কোন সে ভিন গাও? সেই গাও এ পদ্ম বাথান, স্বর্ণমোচায় ফোটে, সন্ধ্যা রাগে একটু কি মনটা পিছু টানে? চোখের পরে চোখের মায়া। জ্বল জ্বল তারায় ভাসে।
_______স্বপ্ন ডানায় ভাসে
কত কথার কিচির মিচির? চড়ুই ঠোঁটে বাজে
কোথায় রইল প্রাণসখা? এমন হিমেল শীতে
কোন সে পথে পথিক হাঁটে? বিরহ মঙ্গল গানে
কোন সুদূরে দিগন্তের ঐ? স্বপ্ন পাখির ডানা
কেমন করে পাখির পথ আঁকা? মন বীণায় মনের টান
কোন সুদুরে মেঘের পাহার? বিস্ময় ডালা মেলে
সেথায় নাকি উর্বসি ঐ? স্বপ্ন ডানায় ভাসে
_______ জলছবির করিডোরে
ডাক দিয়ে যায় শিশি উন্মূখ, হলদে সর্ষের দল
তোমায় নাকি রোদ সকালে? খুঁজে ফিরে খালি পায়।
শিউলী ঝরা সবুজ ঘাস, শিশির ভেজা স্বপ্ন আঁকে
তুমি নাক কোন বিহানে? শিউলি তলায় কৈশর কাঁদে।
উ্ত্তরের বায় বাশবনে, পাতা কাঁপিয়ে শিশির ঝরে
তুমি নাকি চাঁদর গায়ে? হালকা রোদে দাঁড়িয়ে ছিলে।
সেই তো হাওয়া পুকুরের জলে, ঢেউ চলে বিলিকেটে
সেথায় তুমি নাকি দাঁড়িয়েছিলে? জলছবির করিডোরে।
_______তোমায় দেখব বলে
আমায় তুমি নাই বা নিলে সাথে। তোমার স্বপ্ন আঁকা পথে। ঐ পথে যে তুমি একা, মন কি তোমার যাচে? তাই তো বলি হাতে রাখ হাত। মনের দ্বিধা ঝেরে। তোমার একলা পথে আমায় সাথি করে। এ তো তোমায় বলল কথা বাতাস কানে কানে। তবু তুমি দেখলে না পিছন ফিরে, একলা পথে হাঁটিছি আমি, তোমায় দেখব বলে।
১৪২৪/১২ পৌষ/শীতকাল।