প্রেম আর অপেক্ষা


খেয়াঘাটের মাঝির মতো
পথিকের জন্য দিনভর চেয়ে থাকা।
ভাটায় জল শুকালে
জোয়ারের জন্য চেয়ে চেয়ে


অনাবিল বৃষ্টির স্পর্শের জন্য
উদাস মেঘে চাতকির মতো  
হয়নি একটু করুনা তারও!
পঞ্চমী চাঁদ ডুবা আঁধারে
জোনাকির কাছে আশ্রয় চেয়ে
রাতের প্রণয়ে গভিরতা বাড়ে।


ফিরবে বলে,
তোমার পথ চেয়ে চেয়ে দিনমান
কলঙ্ক বুকে চোখে সর্ষেফুল বুনে।
যতটুকু ছিল ছিন্ন প্রেম তোমার!
বন্দকি চিরকূট আঁধার, দিনে দিনে
তাও যাচ্ছে ক্ষয়ে কালি কাগজের
ধূসর প্রত্যয়; নোনা ধরা চুনসুরকির
বিপন্ন দেয়ালের মতো খসে পরে
বিলাসি প্রেমের সাক্ষি বুনে।


১৪২৩/২৩, চৈত্র/বসন্তকাল।