খুঁজে ফেরে আবারও


খুঁজে ফেরে
ক্ষুধার চাতুর্য্য জন্ম কাঁদার কোলে
আদর সোহাগ কত কত চুম্বন!
ঠোঁটে, গালে, কোপলে; ঐ চাঁদ মামারও
টিপ চাইতে আহল্লাদে
জননী কোলে স্বর্গধাম।


খুঁজে ফেরে আবার
যৌবনের প্রদাহ বিদ্রুপ; ক্ষুধার সাথে
যোগ হয় ভোগের চাতুর্য্য!
বিলাসী স্বপ্নভ্রম; কাঁদায়, পোড়ায়, অহর্নিশি
শঙ্খচিলের খসে পরা পালকের মতো
স্বপ্ন বিলায় রৌদ্রে পুড়ে।


খুঁজে ফেরে আবারও
যাতনা এবার শরীরে জেঁকে বসে
সাথে ক্ষুধাও; যাপতি বোধ!
হয় চিতায় পুড়ে
না হলে বিলাসী ভোগে অন্তধাম!
ক্ষুধার জ্বালায় আত্মহনন।


১৪২৩/২১, চৈত্র/বসন্তকাল।