এখন সময় থমকে আছে

এখন সময় থমকে আছে।
স্বপ্ন গোলকধাঁধাঁ। চলতে পথে থমকে দাঁড়ায়। পিছন ফিরে দ্যাখা। আঁতুর ঘরে যে শিশুটি, খিরকিতে আলো খুঁজে। প্রভাত আলোর কোলাহলে নতুন পৃথিবী খুঁজে।

চলতে পথে ভেসে উঠে স্মৃতির জলছবি।
ছেলে বেলার সে চাওয়ার ক্ষেত, পুনঃ পুনঃ আঁকে ছবি। তিলকে তাল বানিয়ে, আজও উড়ে আকাশে ঐ উর্বশি শঙ্খচিল। মেঘের মতো ভোল পাল্টায়, দিগন্তের ঐ নীল।

বর্ণছোটায় ছিটে ফোটা আলোর প্রলেপ।
শিশির ফোটায় হাসে। রং লেগেছ পথে। আগাছার সবুজ বিছানো মেঠো পথ। শিশির ভেজা ঘাসফুল। পৌষের হিমে কাঁপে। এখন পথ যেনও থমকে আছে। অতীত ভাবছে পথ।

১৪২৩/০২, পৌষ/ শীতকাল।