মেঘ মোল্লার

মেঘ উড়ে যায়
আকাশ পানে; গাইছে গান
চেয়ে দ্যাখো ঐ
উচ্চ গোলার স্বরে।

বাতাস তার শ্রতাভারি
হন হনিয়ে চলে; পিছু না ছাড়ে
ছায়া পরে ঐ
মেঘের পর মেঘ।

শঙ্খচিল বুনো হাওয়ায়
মাতাল আজ; তার পালকে
মেঘের আলো ঐ
ঝকমকিয়ে উঠে।

মেঘ মোল্লার
কোথায় বাড়ি? হাওয়ায় নড়বরে
বিদ্রোহ বাতাস ঐ
আসল যখন তেড়ে।

১৪২৩/১২, আশ্বিন/শরৎকাল।