শরৎ এসে গেছে

শরৎ এসে গেছে,
মেঘের ভেলায় ভেসে আসা;
ডুবে থাকা অভিমান
এখন শতরঞ্জির কাশফুল মেলায়।

এসো কবিতার দল,
ঝাঁকে ঝাঁক বেঁধে উড়াল ডানায়;
স্বপ্নে ভাসা উল্লাসে
প্রজাপতির উড়াউড়ি ঘাসফুল দল মাড়িয়ে।

শরতের ছেঁড়া ছেঁড়া মেঘ,
মেঘের মেলা দিগন্ত জুড়ে;
সকাল দুপুর সাঁঝে লালীমায়
চিত্রকরের আপন মহিমায় কত ছবি যে আঁকে?

কাশফুল বনে শুভ্রতার হাট বসে,
আঁচল উড়িয়ে পাগলা হাওয়া;
মাতাল বাসনার একি আকাশ নীলের খেলা?
কুড়িয়ে নিতে পার বালি হাসের ঝরা পালক।

১৪২৩/১৭, ভাদ্র/শরৎকাল।