এইতো যাচ্ছে বেশ

এইতো যাচ্ছে বেশ
অফিস, বাসা, বাজার, রাস্তায় যানজট
প্রত্যহ সদাই পাতি;

অফিস পাড়ায়
কপি পেষ্ট, বসের তারা, লাঞ্চ পেরিয়ে বিকেল
অভিযোগ ফোন ধর না কেন?

অভিযোগ আর কত?
কাজে ফাঁকি, টু্ইটার, ফেইসবুক, ব্লগ নিয়ে মাতি
এই তো অফিসের গতি।

আর কত? বসের হুক্কার
এইতো যাচ্ছে বেশ,
কাজের জন্য গ্যনোর গ্যনোর
যেন আষাঢ়ে ব্যঙের ঘ্যগড় ঘ্যগড় ডাক।

১৪২৩/৮, ভাদ্র/শরৎকাল।