জানি, শ্রাবণ ছুঁয়েছে তোমায়

জানি, শ্রাবণ ছুঁয়েছে তোমায়
খোলা চুলে সিক্ততার আবেশ; সনাতন কৈলাশ মুর্চ্ছুনায়
নেশা ধরায় ভেজা মাদকতা।
বনে বনে ভেজা সবুজ পাতা যেন উদাসিন আজ
সোদামাটির চির চেনা গন্ধ চুঁইয়ে পরে; বির্মষ নিঃস্তবতায়
ঘরকুনো অভিমান তোমায় ছুঁয়ে বাঁচে।

হাওয়ার ছোঁয়ায় জলে ভেজা লজ্জাবতী
চুপসে রয় তোমারই আঙিনায়; ফিরে দেখা অভিমানে
বিরহ সন্তাপে যেন শ্রাবণ জলছবি।

ঝির ঝিরে ঝরনার নদীর কঙ্কালে
আজ শ্রাবণ যৌবন যেন তোমারই;উচ্ছ্বলে পরা কিশোর কমল
বানভাসি ছিন্ন পদ্ম তোমারই জল ছোঁয়া আশ্ফলন।

১৪২৩/ ১৩, শ্রাবণ/ বর্ষাকাল।