শ্রাবণ ধারা নগর সাঁঝ

শ্রাবণ ধারা, নগর জুড়ে বেশ বিড়ম্বনা
ভিজে ভিজে যানবাহনে উঠা নামা
পাকা সড়ক এ কোথাও জলে ডুবেছে।

কেউ কেউ আবার রিকশার হুটখুলে
ঝর ঝর বৃষ্টিতে ভেজার উল্লাসে ছুটছে
বৃষ্টির ঘন দেয়া আবদারে আকাশটা বেশ নিশ্চল।

প্রাচীর ঘেরা অট্টালিকার গা ঘিঁসে বর্ষায় ফুল ফোটা
শাখা প্রশাখার বৃষ্টি ভেজা হাওয়ায় দোলে; নারকেল
গাছটা শ্রাবণ ধারায় যেন ভিজে কাক ভেজা।

বৃষ্টির ঝম ঝম আঁধারে, ধীর লয়ে কখন যে সাঁঝ নামে?
ফুটপাতের বকুল গাছটায় সাঁঝ লালীমা উঁকি দেয়
সবুজ ঘাসে লকলকে ভেজা ডানায় লজ্জাবতী
বিন্দু বিন্দু ফোটা জলে আগাছা দলে কুচুপাতার গা।

ভেজা ফুটপাত, পিচঢালা পথে নিয়ন বাতির মুর্চ্ছণা
অমীয় স্যাঁত স্যাঁতে গন্ধমাখা বর্ষাবাদল; ইটসুরকির নগরে
বিস্মৃতির আবেগ ঘন রাত ঢলে পরে গভির মমতায়।

১৪২৩/ ১১, শ্রাবণ/বর্ষাকাল।