কোন মাপকে মাপা যায় বৈধব্য জীবন?


কোন মাপকে মাপা যায় বৈধব্য জীবন?
দৈর্ঘ্যের হিসেবে কালের তল পাওয়া ভার!
ঋতু বদলে পুরাতন ঢলে নতুন সমুখে
বার বার গড়িয়ে গড়িয়ে পালা বদল।
অথচ জীবনের বাঁক নদীর মতো প্রবাহমান
কখনও চঞ্চল কখনও বিরহী কখনও ম্রিয়মাণ
উদিয়মান সূর্যের নরম আলোতে সূবর্ণ সুখ ছুঁইয়ে
দ্বিপ্রহর গড়িয়ে জোছনা ডুবা আঁধার ঘনাল।


বোধ হয় জীবন বাঁচে জীবনের জন্য!
মৃত্তিকার ক্ষয়ে যাওয়া তাবর বিরহ যেন
রক্ত ঘন বিদ্রোহ একমাত্র বেঁচে থাকার আকড়
মৃত্তিকার ক্ষয়ে যাওয়া ধূলার আবিরে।


জীবন নামের চারণ ভুমির গায়ে কতগুলো ছাপ এঁকেছি?
জানি হিসেব জ্যামিতিক ব্যঞ্জনা তাই যায় গড়িয়ে।


১৪২১@ ১৩ ভাদ্র, শরৎকাল।